২০২১-২২ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের জন্য বিস্তারিত নির্দেশনা

0
1656

২০২১-২২ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের জন্য বিস্তারিত নির্দেশনা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাথ শিক্ষা অধিদপ্তর
মহাখালী, ঢাকা- ১২১২ পি.
www.dgme.gov.bd

নম্বর: ৫৯.১৪.০০০০.১০৩,৩১.০০১.২২.০১৯ তারিখঃ ২৩-০২-২০২২ খি.

২০২১-২০২২ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তিচ্ছু ছাত্র ছাত্রীদের জন্য বিস্তারিত নির্দেশনা

(সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ সমূহের জন্য প্রযোজ্য)

“বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউঙ্গিল’ কর্তৃক প্রণীত ভর্তি নীতিমালা- ২০২২ অনুযায়ী অনলাইনে নির্ধারিত ছকে আবেদন করতে হবে।

আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

(ক) ২০২১ খি. অথবা ২০২০ খি. এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

(খ) এইচএসসি/সমমান পরীক্ষায় পাশের পূর্ববতী ০৩ (তিন) শিক্ষাবর্ষের মধ্যে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

(গ) উভয় পরীক্ষায় জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও ব্রসায়নসহ উতীর্ণ ছাত্র/ছাত্রীরা আবেদনের যোগ্য বিবেচিত হবেন।

এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯.০০ হতে হবে।

উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে।

তবে এককভাবে কোন পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর কম হলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না।

সকলের জন্যে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় জীববিজ্ঞানে (810108) ন্যুনতম গ্রেড পয়েন্ট ৩.৫০ না থাকলে আবেদন বাতিল

বলে গণ্য হবে।

১০০ (একশত) নম্বরের ১০০ (এেকশত)টি এমসিকিউ প্রশ্নের ১ (এক) ঘন্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় বিষয় ভিত্তিক নম্বর বিন্যাস:

জীববিজ্ঞান ৩০; রসায়নবিদ্যা ২৫; পদার্থবিদ্যা ২০; ইংরেজি ১৫7 সাধারণ জ্ঞান (বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ) ১০। লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর

প্রদানের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম নম্বর প্রাপ্তরা অকৃতকার্য বলে গণ্য হবেন। কেবল কৃতকার্য পরীক্ষার্থীদের মেধা

তালিকাসহ ফলাফল প্রকাশ করা হবে।

এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ২০০ নম্বর হিসেবে নির্ধারণ করে নিন্নলিখিতভাবে মূল্যায়ন করা হবে ৪
ক) এসএসসি/ সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১৫ গুণ ₹ ৭৫ নম্বর (সর্বোচ্চ)
খ) এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ২৫ গুণ ₹ ১২৫ নম্বর (সর্বোচ্চ)
লিখিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং অনুচ্ছেদ ০৭-এ বর্ণিত পদ্ধতিতে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে
মেধা তালিকা প্রণয়ন করা হবে ।
পূর্ববর্তী বছরের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের সর্বমোট (Aggregated) TWH থেকে ০৫ (পাচ) নম্বর বাদ দিয়ে এবং পূর্ববর্তী বছরের সরকারি
মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ/ইউনিট এ ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের ক্ষেত্রে মোট প্রাপ্ত নম্বর থেকে ০৭.৫ (সাত দশমিক পাচ) নম্বর বাদ দিয়ে মেধা তালিকা তৈরি করা হবে।
অনলাইনে আবেদন পুরণ করার সময় নির্দেশাবলি 9/1/1/.027716.207.9/ ও ৮৮৮/.০//5.2০৮.// ভালভাবে পড়ে বুঝে নির্দেশনা অনুযায়ী সতর্কতার
সাথে পূরণ করতে হবে। পরীক্ষা ফি ১০০০/- (এক হাজার) টাকা শুধু প্রি-পেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।
অনলাইনে আবেদন শুরুর তারিখ ; ২৮-০২-২০২২ খ্রি:, সোমবার (সকাল ১০.০০ টা)
অনলাইনে আবেদনের শেষ তারিখ : ১০-০৩-২০২২ ধ্রিঃ, বৃহস্পতিবার (রাত ১১:৫৯ মি:)
অনলাইনে আবেদনের ফি জমাদানের শেষ তারিখ : ১১-০৩-২০২২ খর; শুক্রবার (রাত ১১.৫৯ মি:)
প্রবেশ পত্র বিতরণ (ডোউনলোড) : ২৬-০৩-২০২২ খ্রিঃ, শনিবার হতে ২৯-০৩-২০২২ খ্রিঃ, মঙ্গলবার পর্যন্ত
ভর্তি পরীক্ষার তারিখ 2 ০১-০৪-২০২২ খি: শক্রবার, সকাল ১০:০০ টা হতে ১১: ০০ টা পর্যন্ত
17335 ভর্তির জন্য 0%11716 ফরম পূরণের নিয়মাবলি ও ভর্তি সংক্রান্ত বিজ্ঞারিত তথ্য (৫21471 81575079715707 01771720127) 52)5712:
11072/70716./5161017097.-70, দ্বা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েব সাইট 7৮7%.1/0754.20.84, স্বাস্থ শিক্ষা অধিদ্রের ওয়েব সাইট
www.dgme.gov.bd 8 UE WIAA ST Te ১৮৮%.2/%5.29৮.8৫ হতে জানা যাবে ।
আবেদনপত্র প্রক্রিয়াকরণ, নিরীক্ষণ, উত্তরপত্র মুল্যায়ন, ফলাফল চূড়াল্তকরণ এবং পুনষনিরীক্ষণ ডিজিটাল প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে। উত্তরপত্র
“ওএমআর/আইসিআর” (0%1২/[07২) মেশিনে পরীক্ষা করা হবে।
বাংলাদেশি নাগরিক যারা বিদেশি শিক্ষা (0-],5৬৩1/-1.০%61) কার্যক্রমে এসএসসি/এইচএসসি এর সমমান পরীক্ষায় উত্তীর্ণ তাদের মার্কসসীটসমূহ
বাংলাদেশে প্রচলিত জিপিএতে রূপান্তর করে 701%815006 06109081৩ সংগ্রহ করার পর অনলাইনে আবেদন করতে পারবে । সেক্ষেত্রে তাদেরকে
পরিচালক, চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা বরাবরে ২০০০/- (দুই হাজার) টাকার ব্যাংক ড্রাফ্ট/পে-অর্ডারসহ আবেদন (স্বোস্্য শিক্ষা
অধিদপ্তরের মেডিকেল এডুকেশন শাখার কক্ষ নং ২০৪) করে Equivalence Certificate 7A করার সময় 11) নম্বর নিতে হবে। 1001৬819009
Certificate Raz Fa জন্য এসএসসি ও এইচএসসি এর সমমান পরীক্ষার মূল নম্বরপত্র ও সনদপত্র এবং নম্বরপত্র ও সনদপত্র সমূহের সত্যায়িত কপি
সাথে আনতে হবে ।
বাংলাদেশের নাগরিক যারা বিদেশ থেকে এসএসসি এবং এইচএসসি এর সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের নম্বরপত্রসমূহ সংশ্লিষ্ট দেশে বাংলাদেশি
দূতাবাস/বাংলাদেশে অবস্থিত সংশ্লিষ্ট দেশের দূতাবাস/হাইকমিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় , ঢাকা, বাংলাদেশ কর্তৃক আবশ্যিকভাবে সত্যায়িত হতে হবে।
সকল ধরনের কোটার প্রার্থীদের ক্ষেত্রে সরকারি বিধি বিধান প্রযোজ্য হবে।
প্রার্থীদের দেয়া তথ্য অসম্পূর্ণ অথবা ভুল প্রমাণিত হলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে।
ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে “ভর্তি পরীক্ষা কমিটি’ এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
অনলাইন আবেদনপত্র পূরণের নিয়মাবলি:
অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পূর্বে নির্দেশাবলি ভালভাবে পড়ে, বুঝে নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে দাখিল করতে হবে ।
Website: http://dgme.teletalk.com.bd
Website 4 আবেদনপত্র পূরণের পূর্বে নিম্পেবর্ণিত তথ্য ও অন্যান্য উপকরণ সমূহ সাথে রাখতে হবে । অনলাইনে আবেদনপত্র পূরণ করার পর,
টেলিটক প্রি-পেইড নম্বর থেকে ১০০০/- (এক হাজার) টাকা পরীক্ষার ফি অবশ্যই জমা দিতে হবে। ফি জমা দেয়ার পর দাখিলকৃত আবেদনপত্রের
কোনো পরিবর্তন করা যাবে না এবং আবেদনপত্র গৃহীত হবে।
প্রথম আবেদনের ফি জমা দেয়ার পর দাখিলকৃত আবেদনপত্রের কোনো সংশোধন করা প্রয়োজন হলে পুনরায় ফি জমা দেয়া সাপেক্ষে পুনরায়
€১) 300 * 300 019] মাপের নিজের একটি রঙ্গিন ছবি 028)| ফাইলের সাইজ 10018 এর বেশী হবে না। স্ষ্যোন করা অথবা ডিজিটাল
ক্যামেরায় তোলা)
(2) 300 * 80 010] মাপের স্ক্যান করা নিজের একটি স্বাক্ষর (112); (কাগজে গাঢ় করে স্বাক্ষর করে তারপর স্ক্যান করতে হবে)। ফাইলের
সাইজ 60 ₹8 এর বেশী হবে না। ছবি ও স্বাক্ষর প্রয়োজনীয় মাপে তৈরি করা ও মিলিয়ে দেখার জন্য 70119 7৪৪9 এ একটি 1.1] দেয়া আছে।
২৩.৩-এ বর্ণিত ছবি ও স্থাক্ষর কম্পিউটারে (যে কম্পিউটার থেকে ড/6১51/5-এ ঢুকবেন) অথবা 7১9707%6-এ পূর্ব থেকে সংরক্ষণ করতে হবে।
ইংরেজিতে নিজের জেলা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা (জেলা, থানা/উপজেলা, পোস্ট কোড ইত্যাদি) লিখিত ভাবে নিজের কাছে সংরক্ষণ
করতে হবে।
ভর্তিচ্ছু মেডিকেল কলেজসমূহের নাম নিজের পছন্দের ক্রমানুসারে সাজিয়ে লিখে রাখা প্রয়োজন। এটা করার আগে অভিভাবক/ঘ্বজনদের সাহায্য
জানা থাকতে হবে।
ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্বাচনে সারণি-১ প্রয়োজন হবে।
উপরোক্ত তথ্যগুলি ও সাথে এই নিয়মাবলির একটি কপি প্রস্তুত থাকলে-
107://0516-1511810010.00 ক্লিক করতে হবে । প্রথমে ভর্তির নিয়মাবলির একটি সংযোগ দেখা যাবে, সেখানে ক্রিক করে বিস্তারিত পড়েনিতে হবে । পড়া শেষ হলে আগের পৃষ্ঠায় ফেরৎ আসতে হবে।
এখানে দুটি অপশন আছে। যারা এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় পাশ করেছে তাদের জন্য একটি, অপরটি যারা ০0-
[.91/4-].9৮6] বা বিদেশ থেকে পাশ করেছে তাদের জন্য । দ্বিতীয় ধরনের প্রার্থীদের পরিচালক, চিকিৎসা শিক্ষা (001:9010:, 11601081
120081101), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী এর কাছ থেকে আবেদনপত্র পূরণের পূর্বেই [001816171 0910190815 [7 সংগ্রহ করতে হবে। [7) ছাড়া ফরম পূরণ করা যাবে না।
প্রথম অপশনে ক্লিক করুন। পৃষ্ঠার নিচে 1)? হাইলাইট হবে এবং সেটা ক্রিক করুন । দ্বিতীয় পৃষ্ঠা আসবে।
এখানে এসএসসি/সমমান, এইচএসসি/সমমান ইত্যাদির Roll Number, Registration Number, Board, Year 44 করতে হবে । প্রার্থীর
উপজাতীয় কোটায় সুযোগ eect Tribal applicant or a non-tribal applicant from Hilltract’s wren ক্লিক করতে হবে।
এখানে ক্লিক না করলে পরের পৃষ্ঠায় উপজাতি সংশ্লিষ্ট অপশনের সুযোগ থাকবে না এবং উপজাতীয় কোটায় নির্ধারিত 0৮%. ৮.০০ কার্যকরী
হবে না। উপজাতি/পার্বত্য জেলার অ-উপজাতি কোটায় আবেদনকারী প্রার্থীদের উপজাতি/পার্বত্য জেলার অ-উপজাতি সনদের স্মারক নম্বর/সনদ
নম্বর ও তারিখ অনলাইন আবেদনে এন্ট্রি করতে হবে; স্মারক নম্বর/সনদের নম্বর ও তারিখ ছাড়া উপজাতি/পার্বত্য জেলার অ-উপজাতি কোটায়
অনলাইনে এন্ট্রি হবে না। কোটায় ভর্তির সুযোগ পেলে ভর্তির সময় প্রয়োজনীয় কাগজ দেখাতে না পারলে ভর্তির সুযোগ বাতিল হয়ে যাবে।
এখানে কোন কিছু ভুল হলে [২6961 ক্রিক করে আবার পুরণ করতে হুবে। সব তথ্য সঠিকভাবে পূরণ হলে [০1 ক্লিক করে পরের পৃষ্ঠায় যেতে হবে।
এ পৃষ্ঠার উপরের অংশে প্রার্থীর নাম, পিতা-মাতার নাম, জন্ম তারিখ এবং পৃষ্ঠার মাঝামাঝি পরীক্ষায় প্রাপ্ত লেটার গ্রেডসমূহ এবং গ্রেড পয়েন্ট
স্বয়ংক্রিয়ভাবে চলে UPA | (O level/A 16০] প্রার্থীরা অপশনে গিয়ে নিজে পূরণ করবেন) ।
পরীক্ষার সময় ইংরেজি প্রশ্নের প্রয়োজন হলে AAT Question Language Scaife Gray At FATS হবে ।
Home District পূরণ করতে হবে । পূরণকৃত জেলার কোটায় ভর্তির আসন বরাদ্দ পেলে ভর্তির জন্য সময় সে জেলার সার্টিফিকেট দেখাতে না পারলে বরাদ্দকৃত আসন বাতিল হয়ে যাবে।
পূর্বের পৃষ্ঠায় [1081 09০৪ এ ক্লিক করে থাকলে, এখানে 71১81 08০1৪ লিস্ট (সারণি-৪) থেকে একটি নির্বাচন করতে হবে।
মুক্তিযোদ্ধা কোটার (সন্তান, সন্তানদের সন্তান) দাবিদার হলে এখানে [2112115 00117759001) [:181165 09008 ক্লিক করতে হবে ।
মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের স্মারক নং ৪৮.০০.০০০০.০০৩.২৫.০১৯.২০.৮৭৫ তারিখ
১৮/১০/২০২০ খি: মূলে প্রকাশিত পরিপত্র অনুযায়ী স্বীকৃত তালিকা/গেজেটের নম্বর অনলাইন আবেদনে এন্ট্রি করতে হবে । তবে চূড়ান্তভাবে
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নির্বাচিত মেডিকেল কলেজে ভর্তির সময় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের বর্ণিত পরিপত্র অনুযায়ী মুক্তিযোদ্ধা
কোটায় অন্তর্ভুক্তির যথাযথ প্রমাণাদি দাখিল করতে হবে । প্রমাণক ভুল প্রমাণিত হলে মেডিকেল কলেজে ভর্তির যোগ্য বিবেচিত হবে না । ভুল
করে এই মুক্তিযোদ্ধা কোটা অপশন দেয়ার পর মেধা কোটায় আসন পেলেও ভর্তি বাতিল হবে । (মুক্তিযোদ্ধা কোটার দাবিদার সন্তানদের সন্তান
এর ক্ষেত্রে সরকার কর্তৃক জারীকৃত অন্যান্য বিধি বিধান অনুসরণ করা হবে)।
এরপর 77552] £,007555 এবং [১9771210517 4,007555 পূরণ করতে হবে । [5559101 4001599 ও 19017181101) 4001595 এক act Permanent /001555 এর সামনের বাটনে ক্রিক করলেই চলবে ।
এগার (১১) ডিজিটের একটি মোবাইল নম্বর বাধ্যতামূলক যা ভর্তি প্রক্রিয়া চলাকালিন সার্বক্ষণিক অবশ্যই চালু রাখতে হবে । টাকা জমা দেওয়ার
পর এই মোবাইলে 01977] ID, PASSWORD ও পরীক্ষার কেন্দ্রের নাম 9৬19 এর মাধ্যমে আসবে। প্রয়োজনে যোগাযোগের জন্য দ্বিতীয় ঘরে আরেকটি মোবাইল নম্বর দিতে হবে।
এরপর 01101০6 01110 পূরণ করতে হবে। বাম পাশের কলেজের লিস্ট থেকে পছন্দের কলেজকে হাইলাইট করে ১ বাটন ক্লিক করলে
সেটা ডানদিকে চলে যাবে । এভাবে এক এক করে নিজের পছন্দের ক্রমানুসারে কলেজগুলোকে ডানদিকে নিতে হবে। ভান পাশের লিস্ট হবে
পছন্দক্রম। কলেজ পছন্দের তালিকায় কমসংখ্যক কলেজের নাম নির্বাচন করা হলে মেধা তালিকায় নির্বাচিত হলেও অপেক্ষমান তালিকায় নাম
চলে যেতে পারে এবং আসন না পাওয়ার সন্তাবনা রয়েছে। সেক্ষেত্রে সর্বেচ্চি সংখ্যক কলেজের নাম নির্বাচন করা উচিত।
এবার পূর্ব থেকে তৈরি করে রাখা ছবি ও স্বাক্ষর কম্পিউটার থেকে অথবা পেনড্রাইভ থেকে ব্রাউজ করে সিলেক্ট করতে হবে ।
৬2110801091 0০9০ যেভাবে দেওয়া আছে সেভাবে টাইপ করতে হবে।
পৃষ্ঠার শেষে 19901819110]. বাটনে ক্লিক করে 981)1)10 ক্লিক করতে হবে।
কিছুক্ষণ সময় নিয়ে ছবি ও স্বাক্ষর আপলোড,হুবে এবং পরের পৃষ্ঠা দেখা যাবে । ছবি ও স্বাক্ষর সাইজ মত না হলে আপলোড হবে না। ছবি ও
স্বাক্ষর সাইজ মত করার অপশন অনলাইনে
এই পৃষ্ঠায় একটি [7361 ID FH দেখা যাবে । এই নম্বর যত্রু সহকারে সংরক্ষণ করতে হবে, কারণ এটা দিয়ে টেলিটক প্রি-পেইড নম্বর থেকে
আবেদনপত্রের ফি জমা দিতে হবে । আবেদনকারীর ছবি ও স্বাক্ষরসহ সকল তথ্য দেখা যাবে। এই পৃষ্ঠা অবশ্যই প্রিন্ট করে রাখতে হবে । কেননা
এই ছবি ও স্বাক্ষরেই তিনি সর্বত্র পরিচিত হবেন।
২৩-২৬ এ পৃষ্ঠায় যদি কোন ভুল তথ্য দেখা যায় অথবা ছবি বা স্বাক্ষর ভুল হয় তবে সঠিক ছবি/্বাক্ষর বা তথ্য যোগ করে নতুনভাবে ফরম পূরণ করতে হবে । একবার টাকা জমা দিলে এর পর ছবি বা স্বাক্ষর পরিবর্তনের সুযোগ নেই। কারিগরি সহায়তার জন্য যে কোন টেলিটক নম্বর হতে ১২১
অথবা অন্য যে কোন অপারেটর থেকে ০১৫০০১২১১২১ নম্বরে এ রাত দিন ২৪ ঘন্টা কল করা যাবে।
২৩.২৭ টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে ফি জমা দেয়ার পর User ID wee Password পাওয়া যাবে, যা উভয় মোবাইল নম্বরে আসবে |
আবেদনপত্র পূরণের সময় স্টার চিহ্নিত মোবাইল নম্বরটি যে কোন অপারেটরের মোবাইল হতে পারে । 77507″ ID 8 Password দিয়ে ২৬-০৩-২০২২ খ্রি., শনিবার থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
২৩.২৮ ফি জমা দেয়ার পদ্ধতিঃ
ক) টেলিটকের প্রি-পেইড মোবাইল ফোনের 11955825 অপশনে গিয়ে [13139 লিখে, স্পেস দিয়ে [15911] লিখে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবে:
ouiea: MBBS<Space>FRLGCT টাইপ করে 98770 করুন 16222 নম্বরে | এখানে ছু.” হলো ফরম পুরণ করে পাওয়া
User ID | ফিরতি 9৬9-এ একটি [াখি, প্রার্থীর নাম এবং পরীক্ষার ফি হিসেবে ১০০০/- (এক হাজার) টাকা কেটে রাখার তথ্য দিয়ে সম্মতি চাওয়া
হবে। সম্মতি দেয়ার জন্য নিম্োক্তভাবে 16222 নম্বরে 9৬৩ পাঠাতে হবে।
(=) Message অপশনে গিয়ে ?$13139 লিখে, স্পেস দিয়ে %9 লিখে স্পেস দিয়ে [সখ লিখে স্পেস দিয়ে পছন্দের সর্বোচ্চ চারটি €09710:6 0006 (১ নং সারণি) কমা (১) দিয়ে ডদাহরণ: নিচে দেওয়া হলো) লিখে 16222 নম্বরে 9৬9 প্রেরণ করতে হবে ।
Gye: MBBS<Space>YES<Space> 456789<Space> 19,38১47,26 টাইপ করে 96৮0 করুন 16222 নম্বরে । এখানে
456789 হলো আগের ফিরতি SMS 4 *ear PIN Number এবং 19,$8+47,26 নম্বরগুলো হলো পরীক্ষা কেন্দ্র কোড নম্বর ।
ঢাবি নম্বরটি সঠিক ভাবে লেখা হলে উক্ত টেলিটকের প্রি-পেইড মোবাইল থেকে পরীক্ষার ফি বাবদ ১০০০/- (এক হাজার) টাকা কেটে রাখা
হবে এবং প্রার্থীকে ফিরতি 919-এ পরীক্ষা কেন্দ্রের নাম জানিয়ে একটি [7591 ID I Password creat Rea |
২৩.২৯ ২৬-০৩-২০২২, শনিবার থেকে প্রার্থী উক্ত 052110 ও £355৬/01 দিয়ে তার প্রবেশ পত্র 0০৮/11084 করে প্রিন্ট নিবেন।
২৩-৩০ প্রবেশপত্র ওয়েব সাইটে দেওয়ার বিষয়টি 3৬9-এ জানানো হবে। প্রবেশপত্র হারিয়ে গেলে পুনরায় একই প্রক্রিয়ায় প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।
পরীক্ষার ফলাফল প্রার্থীর মোবাইলে 99 এবং 701 এর ওয়েবসাইট ৬/৮/৬/-1০1]19.50৬.100 এবং 700715-এর ওয়েবসাইট www.dghs.gov.bd এর মাধ্যমে জানানো হবে।
Download t ett a এবং REA Haha Registration ফরম পরীক্ষার হলে অবশ্যই নিয়ে আসতে হবে ।
সারণি-১ এ পরীক্ষা কেন্দ্রের নাম ও কোড দেয়া হলো ।
সারণি-১: বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের নাম ও কোড
College College Name
Code Examination Centre
13 Bangabandhu Sheikh Mujib Medical College, Faridpur.

15 Chattogram Medical College, Chattogram

18 Cumilla Medical College, Cumilla

19 Dhaka Medical College, Dhaka

21 Khulna Medical College, Khulna

23 M Abdur Rahim Medical College, Dinajpur

24 M.A.G. Osmani Medical College, Sylhet

26 Mugda Medical College, Dhaka

27 Mymensingh Medical College, Mymensingh

31 Pabna Medical College, Pabna

33 Rajshahi Medical College, Rajshahi

35 Rangpur Medical College, Rangpur

42 Sher-E-Bangla Medical College, Barishal

38 Shaheed Suhrawardy Medical College, Dhaka

39 Shaheed Syed Nazrul Islam Medical College, Kishoreganj

41 Shaheed Ziaur Rahman Medical College, Bogura

46 Sheikh Sayera Khatun Medical College, Gopalganj

47 Sir Salimullah Medical College, Dhaka

99 Dhaka Dental College, Dhakf\

ভিশন tie Nee)

সারণি-২: বিভিন্ন মেডিকেল কলেজের নাম ও আসন সংখ্যা

College College Name General Le Tribal Total

Code Seats Seats Seats

Seats

11 Abdul Malek Ukil Medical College, Noakhali. 67 2 1 70

12 Bangabandhu Medical College, Sunamganj. 48 1 1 50

13 Bangabandhu Sheikh Mujib Medical College, Faridpur. 177 3 0 180

14 Chandpur Medical College, Chandpur 48 1 1 50

15 Chattogram Medical College, Chattogram 226 4 0 230

16 Colonel Malek Medical College, Manikganj 72 2 1 75

17 Cox’s Bazar Medical College, Cox’s Bazar 67 2 1 70

18 Cumilla Medical College, Cumilla 177 3 0 180

19 Dhaka Medical College, Dhaka 226 4 0 230

20 Jashore Medical College, Jashore 67 2 ] 70

21 Khulna Medical College, Khulna 177 3 0 180

22 Kushtia Medical College, Kushtia 62 2 ] 65

23 M Abdur Rahim Medical College, Dinajpur 177 3 0 180

24 M.A.G. Osmani Medical College, Sylhet 226 4 0 230

25 Magura Medical College, Magura 48 1 1 50

26 Mugda Medical College, Mugda, Dhaka 73 2 0 75

27 Mymensingh Medical College, Mymensingh 226 4 0 230

28 Naogaon Medical College, Naogaon 48 1 1 50

29 Netrokona Medical College, Netrokona 48 1 I 50

30 Nilphamari Medical College, Nilphamari 48 1 1 50

31 Pabna Medical College, Pabna 68 2 0 70

32 Patuakhali Medical College, Patuakhali 49 1 1 51

33 Rajshahi Medical College, Rajshahi 226 4 0 230

34 Rangamati Medical College, Rangamati 36 1 1+13 (HT resv) 51

35 Rangpur Medical College, Rangpur 226 4 0 230

36 Sathkhira Medical College, Sathkhira 62 2 1 65

37 Shaheed M Monsur Ali Medical College, Sirajganj 63 1 1 65

38 Shaheed Suhrawardy Medical College, Dhaka 196 4 0 200

39 Shaheed Syed Nazrul Islam Medical College, Kishoreganj 62 2 1 65

40 Shaheed Taj Uddin Ahmad Medical College, Gazipur 70 2 0 72

4] Shaheed Ziaur Rahman Medical College, Bogura 177 3 0 180

42 Sher-E-Bangla Medical College, Barisal 226 4 9 230

43 Sheikh Hasina Medical College , Hobiganj 49 1 1 51

44 Sheikh Hasina Medical College, Jamalpur 62 2 1 65

45 Sheikh Hasina Medical College, Tangail 62 2 1 65

46 Sheikh Sayera Khatun Medical College, Gopalganj 62 2 1 65

47 Sir Salimullah Medical College, Dhaka 226 4 0 230

Total= 4230 87 20+13 4350

২৪. প্রার্থী মূল্যায়ন পদ্ধতি ও নম্বর বিভাজন:

 

পূর্ববর্তী বছরে কোন আবেদনকারী সরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ/ইউনিটে ভর্তি হয়ে থাকলে অনলাইন ফরম পুরণ করার সময়

সরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ইউনিটের ভর্তির অপশনে অবশ্যই “%০৩% এ ক্রিক করতে হবে এবং সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষের

আবশ্যিকভাবে পূর্বানুমতি গ্রহণ করতে হবে । যদি কেউ তথ্য গোপন করে “০” অপশনে ক্লিক করেন এবং তা পরবর্তিতে প্রমাণিত হয় সে ক্ষেত্রে

 

ভর্তি বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবদ্থা গ্রহণ করা হবে।

২৫. উপজাতি কোটাসমূহের কোড ৪নং সারণিতে দেওয়া আছে।

সারণি-৩: এমবিবিএস মোট আসন সংখ্যার বিবরণ

 

General Seats . 4230

Freedom Fighter Quota Seats (2%) 87

Tribal (3 Hill Tracts) 3×3 09 MBBS

Non-Tribal (3 Hill Tracts) 03 Grand Total: 4350

Tribal (Other districs) 9

Tribal Reserved for Rangamati Medical College]

সারণি-৪: উপজাতি প্রার্থীদের জন্য কোড

71 Rangamati Tribal

72 Rangamati Non-Tribal

73 Kh Chari Tribal

74 Kh Chari Non-Tribal

75 Bandarban Tribal

76 Bandarban Non-Tribal

77 Tribal other than Hill-Tracts

২৬.০ জাতীয় মেধাতালিকা ও প্রার্থী নির্বাচন:

২৬.১ প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী কৃতকার্য পরীক্ষার্থীদের জাতীয় মেধা তালিকা (বিশেষ কোটা যদি থাকে উল্লেখসহ)প্রকাশ করা ACA |

২৬.২ সরকারি মেডিকেল কলেজ-এ ভর্তির জন্য মুক্তিযোদ্ধা, উপজাতি ও অ-উপজাতিদের জন্য নির্ধারিত আসন বাদে অবশিষ্ট আসনে ৮০% জাতীয়

মেধায় ২০% জেলা কোটায় প্রার্থী নির্বাচন করা হবে। একই সাথে যুক্তিযুক্ত সংখ্যক প্রার্থীদের মেধা ভিত্তিক অপেক্ষমান তালিকাও প্রকাশ করা

হবে । সংরক্ষিত আসনসমূহে ও নিজ নিজ শ্রেণির দাবীদারদের মধ্য হতে মেধার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে । এ ক্ষেত্রেও যুক্তিযুক্ত সংখ্যক

মেধাভিত্তিক অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে। নির্বাচিত প্রার্থীর অর্জিত মেধাক্রম এবং কলেজ পছন্দের ভিত্তিতে প্রার্থী কোন কলেজে ভর্তি

হবেন তা স্বয়ংক্রিয় পদ্ধতিতে নির্ধারণ করা হবে।

 

২৬৩ চিরাচরিত আপনা আর গনিত মিরা দিয় নিলেন এস সের রা

আবেদন করতে পারবে ।

 

২৭. মাইগ্রেশন বা কলেজ বদলি

ভর্তির জন্যে নির্ধারিত তারিখ শেষে শুন্য আসনসমূহের বিপরীতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের আবেদন, মেধাস্থান ও কলেজ পছন্দ অনুযায়ী কলেজ

পরিবর্তনের (অটোমাইগ্রেশন) সুযোগ দেয়া হবে। মাইগ্রেশন শেষে প্রাপ্ত শুন্য আসনসমূহ অপেক্ষমান তালিকা থেকে মেধাক্রম অনুসারে পূরণ

করা হবে? এছাড়া অন্য কোনভাবে সরকারি বা বেসরকারি মেডিকেল কলেজ হতে অন্য কোন মেডিকেল কলেজে বদলী হওয়া বা করা যাবেনা ।

২৮.০ আবেদনপত্রে যে সমস্ত তথ্য ও সনদপত্রের উল্লেখ আছে তার মুল কপি ভর্তির সময় অবশ্যই প্রদান করতে হবে :

২৮১ এসএসসি -ও এইচএসসি বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট ।

২৮২ এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষা পাসের সনদপত্র/টেস্টিমোনিয়াল।

২৮-৩ জেলা কোটার দাবির ক্ষেত্রে স্থানীয় সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার প্রদত্ত নাগরিক সনদপত্র ।

২৮-৪ দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি।

২৮৫ পার্বত্য জেলার উপজাতি প্রার্থীর ক্ষেত্রে সার্কেল চিফ ও জেলাপ্রশাসকের সনদ এবং অ-উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চিফ বা জেলাপ্রশাসক

প্রদত্ত সনদপত্র এবং অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে গোত্র প্রধান ও সংশ্লিষ্ট জেলাপ্রশাসক প্রদত্ত সনদপত্র ।

২৮৬ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্বপক্ষে মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের স্মারক নং

৪৮.০০-০০০০.০০৩.২৫.০১৯.২০.৮৭৫ তারিখ ১৮/১০/২০২০ খ্রি. মূলে প্রকাশিত পরিপত্র এবং সরকার কর্তৃক জারিকৃত বিধি বিধান অনুসরণ করা হকে।

২৯. পরীক্ষায় অবতীর্ঘ/নির্বাচিত কোন প্রার্থীর দেয়া তথ্য (যা ফলাফল নির্ধারণে বিবেচিত হয়েছে) অসম্পূর্ণ ও ভুল প্রমাণিত হলে, তার পরীক্ষা/ফলাফল/ভর্তি বাতিল বলে গণ্য হবে ।

৩০. কোন প্রার্থী/আবেদনকারি মুক্তিযোদ্ধা ও উপজাতি কোটা ভুল করে পুরণ করলে সাথে সাথেই নতুন ভাবে টোকা জমা দেওয়ার পূর্বে) ফরম পুরণ করতে হবে। কারণ, প্রার্থীর চাহিত কোটায় আসন বরাদ্দ হলে, পরবর্তীতে উক্ত কোটার প্রয়োজনীয় কাগজ-পত্র দেখাতে না পারলে আসন বরাদ্দ বাতিল হয়ে যাবে । তখন আর সাধারণ বরাদ্দের কোন সুযোগ থাকবে না ।

৩১ ভর্তি পরীক্ষা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হয়। যে কোন কেন্দ্র হতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ একই কথা |

৩২. যে কোন বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। wr wy

অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব

পরিচালক (চিকিতসা শিক্ষা)

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা ।

ফোনঃ ৪৮৮১১২০০

medicaledu313@gmail.com

নম্বর: ৫৯.১৪.০০০০.১০৩.৩১.০০১.২২.০১৯ তারিখ: ২৩-০২-২০২২ খ্রি.

অনুলিপি জ্ঞাতার্থে (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়)

মাননীয় মন্ত্রী; স্বাস্্য ও পরিবার কল্যাণ AWE AAT সচিবালয়, ঢাকা । (দৃষ্টি আকর্ষন: মাননীয় মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব)

মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা |(দৃষ্টি আকর্ষন: মাননীয় মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব)

সিনিয়র সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্াস্্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা । (দৃষ্টি আকর্ষণ: সচিব মহোদয়ের একান্ত সচিব)

সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রনালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা । (দৃষ্টি আকর্ষণ: সচিব মহোদয়ের একান্ত সচিব)

সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ , স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় সঢাকা । (দৃষ্টি আকর্ষণ: সচিব মহোদয়ের একান্ত

সচিব, সি ক মলয়, বাংলাদেশ সচিবালয়, াকা। (ষ্ট আকর্ষণ, সডিব মহোদয়ের একান্ত সচিব)

সচিব, সুরক্ষা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রনালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। (দৃষ্টি আকর্ষণ: সচিব মহোদয়ের একান্ত সচিব)

সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা । (দৃষ্টি আকর্ষণ: পরিচালক, আইও বিভাগ)

সচিব, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা । (দৃষ্টি আকর্ষণ: সচিব মহোদয়ের একান্ত সচিব)

সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা । (দৃষ্টি আকর্ষণ: সচিব মহোদয়ের একান্ত সচিব)

সচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ,ঢাকা। (দৃষ্টি আকর্ষণ: সচিব মহোদয়ের একান্ত সচিব)

চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন , শের-এ বাংলা নগর, ঢাকা । (দৃষ্টি আকর্ষণ: সচিব, বিশ্ববিদ্যালয় মঙ্জুরী কমিশন)

সভাপতি, উপদেষ্টা মন্ডলী, এমবিবিএস,বিডিএস ভর্তি পরীক্ষা কমিটি ২০২১-২০২২

উপাচার্য, বিএসএমএমইউ , শাহাবাগ, ঢাকা

উপাচার্য, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়

উপাচার্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা

উপাচার্য, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, আগারগাও, ঢাকা/ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ

উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা

মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা । (দৃষ্টি আকর্ষণ: সহকারী পরিচালক, প্রশাসন-১)

মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা । (দৃষ্টি আকর্ষণ: সহকারী পরিচালক, সমন্বয়)

অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা

সভাপতি, বিএমএন্ডডিসি, ৮৬, বিজয় নগর , ঢাকা

মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা

মহাপরিচালক, বাংলাদেশ বেতার, শাহবাগ, ঢাকা

সভাপতি; এমবিবিএস, বিডিএস ভর্তি পরীক্ষা কমিটি ২০২১-২০২২

অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন/চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা

পরিচালক, এমআইএস, স্বাস্থ্য অধিদপ্তর/লাইন ডাইরেক্টর (এমইএন্ডএইচএমডি), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী , ঢাকা (বিজ্ঞপ্তিটি ওয়েব সাইটে

প্রচারের সার্বিক ব্যবস্থা গ্রহনের অনুরোধ সহ)

ডীন, ফ্যাকাল্টি অব মেডিসিন (সকল বিশ্ববিদ্যালয়)ঢাকা/চট্টগ্রাম/রাজশাহী/শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট

অধ্যক্ষ (সকল সরকারী মেডিকেল কলেজ): ১১. আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী, ১২. বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জ, ১৩.

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ফরিদপুর, ১৪. টাদপুর মেডিকেল কলেজ, ১৫. চট্টগ্রাম মেডিকেল কলেজ , ১৬. কর্নেল মালেক মেডিকেল কলেজ ,

মানিকগঞ্জ, ১৭.কক্সবাজার মেডিকেল কলেজ, ১৮. কুমিল্লা মেডিকেল কলেজ, ১৯. ঢাকা মেডিকেল কলেজ, ২০. যশোর মেডিকেল কলেজ, ২১. খুলনা

মেডিকেল কলেজ, ২২. কুষ্টিয়া মেডিকেল কলেজ, ২৩. এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর, ২৪. এমএজি ওসমানী মেডিকেল কলেজ,

সিলেট, ২৫. মাগুরা মেডিকেল কলেজ, ২৬. মুগদা মেডিকেল কলেজ, ২৭.ময়মনসিংহ মেডিকেল কলেজ, ২৮. নওগা মেডিকেল কলেজ , ২৯. নেত্রকোনা

মেডিকেল কলেজ, ৩০. নীলফামারী মেডিকেল কলেজ, ৩১. পাবনা মেডিকেল কলেজ, ৩২. পটুয়াখালী মেডিকেল কলেজ, ৩৩. রাজশাহী মেডিকেল

কলেজ, ৩৪. রাঙ্গামাটি মেডিকেল কলেজ, ৩৫. রংপুর মেডিকেল কলেজ, ৩৬. সাতক্ষীরা মেডিকেল কলেজ, ৩৭. শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ, ৩৮. শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ৩৯. শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, কিশোরগঞ্জ, ৪০. শহীদ

তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর, ৪১. শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া, ৪২. শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল, ৪৩. শেখ হাসিনা মেভিকেল কলেজ, হবিগঞ্জ , 88. শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর , ৪৫. শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাংগাইল, ৪৬. শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ, গোপালগন্জ ও ৪৭. স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা অধ্যক্ষ, ঢাকা ডেন্টাল কলেজ সিন চিল নিকষ স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় , বাংলাদেশ সচিবালয়, ঢাকা

১.০১০,১০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০৮০০০০০০০০০০০০০৭ বেসরকারী মেডিকেল কলেজ সেকল)

রেজি বিএমএন্ডডিসি, ৮৬, বিজয় নগর, ঢাকা

জনসংযোগ কর্মকর্তা, বাথ ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়! স্ব অধিদপ্র, ঢাকা

সম্পাদক, বাংলাদেশ সংবাদ সংস্থা, পুরানা পল্টন, ঢাকা (সকল মিডিয়াতে অত্র বিজ্ঞপ্তিটি প্রকাশের ব্যবস্থা গ্রহণের অনুরোধ সহ)

সভাপতি/সাধারন সম্পাদক, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ ওনার্স এসোসিয়েশন vn

অফিস কপি

অধ্যাপক ডঃ এ কৌ আউলা হাব

পরিচালক (চিকিৎসা শিক্ষা)

শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা

ফোন৪-৪৮৮১১২০০

Email:medicaledu313@gmail.com