বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ
ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ১বর্ষ (নতুন) পরীক্ষা জানুয়ারি- ২০২৪ইং
সময়: ৩০ মিনিট
প্রশ্নপত্র ও উত্তরপত্র সংক্রান্ত নিয়মাবলী
১. OMR সিটের সকল স্থানে কালো বল পেন ব্যবহার করতে হবে।
২. রোল নং, রেজিষ্ট্রেশন নং, পরীক্ষার্থীর শিক্ষাবর্ষ, কেন্দ্র কোড ও বিষয় কোড নির্দিষ্ট স্থানে ইংরেজিতে লিখে তারপর সংশ্লিষ্ট বৃত্তগুলো তদনুযায়ী যথাযথভাবে ভরাট করতে হবে। কোন প্রকার ঘষামাজা বা কাটাকাটি করলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।
৩. বৃত্তগুলো নিচে প্রদর্শিত পদ্ধতিতে এমনভাবে ভারাট করতে হবে যেন ভিতরের লেখাটি দেখা না যায়।
যেমন- সঠিক পদ্ধতি: এমনভাবে ভারাট করতে হবে যেন ভিতরের লেখাটি দেখা না যায়, ভুল পদ্ধতি:
৪. উত্তরপত্রের নির্দিষ্ট স্থানে পরীক্ষার্থীর নাম ও স্বাক্ষর প্রবেশপত্র অনুযায়ী স্পষ্টভাবে লিখতে হবে, অন্যথায় উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।
৫. প্রশ্নপত্রের সাথে দেয়া OMR সিটে প্রতিটি প্রশ্নের জন্য ৫টি (a. b. c. d ও ৩) উত্তরের জন্য বৃত্ত রয়েছে, যাহা সত্যের জন্য’। এবং মিথ্যার জন্য F. বৃত্তগুলো পরিচ্ছন্নভাবে উপরে প্রদর্শিত নিয়ম মেনে সম্পূর্ন ভরাট করতে হবে।
৬. উত্তরপত্রের নির্দিষ্ট বৃত্তসমূহ ভরাট করা এবং নির্দেশিত স্থানে যথাযথ তথ্য প্রদান করতে হবে। এতদ্ব্যতিত অন্য কোন কিছু লিখা সম্পূর্ণ নিষিদ্ধ এবং লিখলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।
৭. OMR সিট কোন ভাবেই ভাঁজ করা যাবে না।
৮. খসড়ার জন্য প্রশ্নপত্র ব্যবহার করা যাবে। কোন পৃথক কাগজ ব্যবহার করা যাবে না।
৯. OMR সিটে হল পরিদর্শকের স্বাক্ষর করাতে হবে।
১০. পরীক্ষা শেষে হল পরিদর্শকগন পূরণকৃত OMR সিট পরীক্ষার্থীদের কাছ থেকে গ্রহণ করবেন এবং আলাদাভাবে নির্দিষ্ট খামে ভরবেন।
উত্তরপত্র মূল্যায়ন নীতিমালা
১১. MCQ পরীক্ষার প্রতিটি সঠিক বৃত্ত ভরাট এর জন্য ০.২ নম্বর প্রদান করা হবে, তবে ভুল বৃত্ত ভরাটের জন্য কোন নম্বর কর্তন করা হবে না।
পরীক্ষার হলের শৃংখলা সংক্রান্ত সাধারণ নিয়মাবলী
১২. পরীক্ষার্থীকে হল পরিদর্শকের নির্দেশ ও সিদ্ধান্ত মেনে চলতে হবে।
১৩. MCQ পরীক্ষায় উপস্থিত না থাকলে SAQ পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে না।
১৪. পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বন অথবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে অথবা অন্যের সাহায্য নিতে অথবা অন্যকে সাহায্য করতে দেখা গেলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং তার উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।
১৫. পরীক্ষার হলে মোবাইল ফোন, কোন ধরনের ডিজিটাল ডিভাইস, ক্যালকুলেটর, এ্যাপ্রোন, হাতঘড়ি বা পকেটঘড়ি নিয়ে প্রবেশ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এরপরও পরীক্ষার হলে কারো কাছে উল্লিখিত নিষিদ্ধ কোন কিছু পাওয়া গেলে অথবা কাউকে এ ধরনের কোন ডিভাইস ব্যবহার করতে দেখা গেলে তার উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।
১৬. পরীক্ষার ১০ মিনিট পূর্বে OMR সিট পরীক্ষার্থীর মাঝে বিতরণ করতে হবে।
১৭. কোন পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন সমযে দুই কান ঢেকে রাখতে পারবেন না। হল পরিদর্শকগণ উত্তরপত্রে স্বাক্ষর দানের সময়ে সনাক্তকরণের জন্য প্রয়োজনে পরীক্ষার্থীর মুখমন্ডল খোলার নির্দেশনা দিতে পারবেন।