২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি রংপুর (IHT Rangpur) তে ছাত্র-ছাত্রী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
আইএইচটি রংপুর এ ২০২৫/২৬ সেশনে নতুন ছাত্র ছাত্রী ভর্তির তথ্য:
ভর্তির সময় কাল ২৭/১০/২০২৫—০৮/১১/২০২৫
সকাল ৯:৩০ – দুপুর ২:৩০ মিনিট
সাপ্তাহিক ছুটি ( শুক্রবার ও শনিবার) এবং সরকার ঘোষিত ছুটির দিন ব্যতিত।
যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগবে:-
* এসএসসি / সমমান পরীক্ষার মূল নম্বরপত্র।
* এসএসসি / সমমান পরীক্ষার মূল সনদপত্র/ প্রসংশা পত্র/ সাময়িক সনদপত্র
* উল্লেখিত সনদপত্রের দুইসেট ফটোকপি সত্যায়িত ছাড়া.
* ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র রঙিন কপি
* ওয়েবসাইট হতে পারসোনাল রেজাল্ট শীট রঙিন কপি
* পাসপোর্ট সাইজের ছবি ৪ কপি ( সত্যায়িত ছাড়া)
* মুক্তিযোদ্ধা বা উপজাতি বা কোটায় সুযোগপেলে তার স্বপক্ষীয় সনদপত্র প্রদর্শন করতে হবে।
* ভর্তি ফি ২৫,০০০৳ ব্যাংকের মাধ্যমে এককালীন জমা দিতে হবে |
*নাগরিকত্ব সনদপত্র/ জন্ম নিবন্ধন পত্র
(হোস্টেলের সিট খালি থাকা স্বাপেক্ষে আলাদাভাবে ১২,০০০৳ টাকা ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে


