MATS IHT Admission Results 2022
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর
মহাখালী, ঢাকা-১২১২
-08076-29৩-১৫
ক্মারক নং-৫৯.১৪.০০০০-১০৪-৯৯’ ম্যাটস-আইএইচটি-ভর্তি ফলাফল) ২০২২/ ১ 1৮১১) তরিখ্চ_১।(০৬-২০২২্
-৪ বিজ্ঞপ্তি ৪-
বিষয়ঃ ২০২১-২০২২ শিক্ষাবর্ষ ডিপ্লোমা ইন হেলথ টেকনোলজী ও মেডিকেল খ্যাসিসে্ট ট্রেনিং কোর্স ছাবর-ছাতরী ভর্তি (মার্কসের
ভিত্তিতে) ফলাফল প্রকাশ।
২০২১-২০২২ খ্রিঃ শিক্ষাবর্ষ বায শিক্ষা অধিদপ্তরের অধীনে ডিপ্লোমা ইন হেলথ টেকনোলজী ও মেডিকেল এযাসিস্টেন্ট ট্রেনিং কোর্সে ভর্তি
মোর্কেসের ভিত্তিতে) ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজী (নু) ঢাকা, রাজশাহী, বগুড়া, চট্টঘরাম, বরিশাল, রংপুর, ঝিনাইদহ, সিলেট,
শহীদ এম মনসুর আলী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজী- সিরাজগঞ্জ, সাতক্ষীরা, শেখ হাসিনা ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজী-
জামালপুর, টু্িপাড়া-গোপালগঞ্জ, গাজীপুর, কাশিয়ানী-গেপোলগঞ্জ, জয়পুরহাট ও মাদারীপুর এর বিভিন্ন অনুষদে এবং মেডিকেল এ্যাসিসেন্ট .
ট্রেনিং স্কুল 04/375) বাগেরহাট, কুষ্টিয়া, নোয়াখালী, সিরাজগজ, টাংগাইল, কুমিল্লা, ফরিদপুর, ঝিনাইদহ, সাতক্ষীরা, টুঙ্গিপাড়া-
.. গোপালগঞ্জ ও নওগীয় নিমলিখিত রোল নম্বরধারীপ্রার্ীগণ সাময়িকভাবে ভর্তির যোগ্য বলে নির্বাচিত হয়েছেন। একই সাথে সরকারি প্রতিষ্ঠান
সমূহে ভর্তির অপেক্ষমান তালিকা প্রকাশ করা হল। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইট %/%/5:02719.50%.90 এবং স্বাহ্্য
অধিদপ্তরের ওয়েব সাইট জাঘ//.08115.0%)0 ফলাফল পাওয়া যাবে। 7
ভর্তি নীতিমালা মোতাবেক মেধা, পছন্দ ও কোটা ভিত্তিতে ফলাফল চূড়ান্ত করা হয়েছে। একজন প্রার্থী যে অনুষদে ভর্তির জন্য নির্বাচিত
হবেন, তাকে সেই অনুষদেই ভর্তি হতে হবে। অনুষদ পরিবর্তনের আবেদন কোন অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। ভর্তির পর কোন ছাত্র-ছাত্রী
সংশ্লিষ্ট ইনষ্টিটিউট/ম্যাটস-এ পড়তে অনিচ্ছুক হলে তার অভিভাবকের সম্মতিসহ ছাত্র-ছাত্রী ্লাশ শুরু হবার ৩০ দিনের মধ্যে অধ্যক্ষের
নিকট লিখিতভাবে ভর্তি বাতিলের আবেদন করে মূল সার্টিফিকেট! মার্কসিট ফেরত নিতে পারবেন।
মার্কসিট/ একাডেমিক ট্রালক্রিস্ট স্ব স্ব অধ্যক্ষের কার্যালয়ে কোর্স সমাপ্ত না হওয়া পর্যন্ত জমা থাকবে। অধ্যক্ষ কর্তৃক গঠিত ছথানীয় ভর্তি কমিটি
দাখিলকৃত সনদপত্র ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করবেন । স্ব স্ব প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্তৃক গঠিত মেডিকেল বোর্ডের মাধ্যমে
নির্বাচিত ছাত্র-ছাত্রীদের স্বাহ্য পরীক্ষা শেষে যোগ্য হলে তাদেরকে ভর্তি করা হবে।
পরবর্তিতে যদি কোন প্রার্থীর কাগজ পত্রের মধ্যে ভুলক্রটি ধরা পড়ে বা প্রদত্ত কোন তথ্য অসত্য প্রমানিত হয়, তবে তার ভর্তি
বাতিল করা হবে। ভর্তি সংক্রান্ত তথ্যাদি স্ব স্ব প্রতিষ্ঠানের কার্যালয় হতে জানা যাবে।
ভর্তির সময় নিননবর্ণিত সনদপত্র/দলিলাদি সব স্বপ্রতিষ্ঠানের অধ্যক্ষের কার্যালয়ে জমা দিতে হরে (সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য)
১) এস এস সি পাশের মূল সার্টিফিকেট (শিক্ষা বোর্ড কর্তৃক সার্টিফিকেট ইস্যু না হওয়া পর্যন্ত মূল প্রশংসাপত্র সাময়িক ভাবে প্রদান
হবে) .
২) এস, এস, সি পাশের মূল একাডেমিক ট্রালক্রিপ্ট।
৩) ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ফটো রেঙ্গিন)।
8) জেলায় স্থায়ী বাসিন্দা সম্বলিত নাগরিকতৃ সনদপত্রের মূল কপি।
৫) ভর্তি পরীক্ষার প্রবেশ পত্রের মূল কপি/রেজান্ট কার্ড। .
৬) উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে নিজ নিজ জেলার ডেপুটি কমিশনার ও গোত্র প্রধান এর নিকট হতে চারিত্রিক বৈশিষ্ট সংক্রান্ত মল সনদপত্র।
৭) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের স্মারক নং ৪৮.০০.০০০০.০০৩-২৫.০১৯.২০.৮৭৫ তারিখ
১৮/১০/২০২০ খ্রিঃ মুলে প্রকাশিত পরিপত্র অনুযায়ী পেরিশিশ্ট-ক দ্রষ্টব্য) স্বীকৃত তালিকা/গেজেটের নম্বর অনলাইন আবেদনে এন্টি
করতে হবে। চূড়ান্তভাবে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভর্তির সময় মুজিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের বর্ণিত পরিপত্র অনুযায়ী
মুক্তিযোদ্ধা কোটায় অন্তর্ভুক্তির যথাযথ প্রমাণাদি দাখিল করতে হবে। প্রমাণক তুল প্রমানিত হলে ভর্তির যোগ্য বিবেচিত হবে না। ভুল
করে এই মুক্তিযোদ্ধা কোটা অপশন দিলে কোটায় আসন পেলেও ভর্তি বাতিল হয়ে যাবে। মুক্তিযোদ্ধা কোটার দাবিদার প্রার্থীর সরকার
কর্তৃক জারীকৃত অন্যান্য বিধি বিধান অনুসরণ করা হবে । –
আগামী ২০/০৬/২০২২ খ্েঃ থেকে ০৭/০৭/২০২২ খ্রিঃ তারিখ পর্যন্ত সরকারি প্রতিষ্ঠান সমূহে ভর্তির তারিখ নির্ধারন করা হ’ল। অধ্যক্ষ,
– সকল সরকারি ম্যাট্স/আইএইচটি ভর্তি কার্যক্রম শেষে ভর্তিকৃত ও অ-ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের সার্বিক তথ্য ১৪/০৭/২০২২ খ্রিঃ এর মধ্যে
পরিচালক (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা বরাবরে প্রেরণ করার জন্য নির্দেশ প্রদান করা হল। যার ভিত্তিতে আসন
সংখ্যা শূন্য থাকার প্রেক্ষিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। বেসরকারি ম্যাট্স/আইএইচটিতে অদ্বচ্ছল ও মেধাবী কোটায় ভর্তির জন্য
নিয়মানুযায়ী ৫% আসন খালী রাখার জন্য নির্দেশ প্রদান করা হল। ,
ভান হত ীদের বলাদেল রাতটা অনুষদ কর্তৃক অনুমোদিত কোর্স কারিকুলাম অনুযায়ী পড়াশুনা করতে হবে। অধ্যয়নের
সময় নিয়মকানুন মেনে চলতে হবে। হোষ্টেলে আসন শুন্যতা সাপেক্ষে যেধাক্রম অনুযায়ী বরাদ্দ দেয়া হবে। এতে কর্তৃপক্ষের-
সিদ্ধান্তই চুড়ান্ত বলে গন্য করা হবে। কোর্সের প্রয়োজনে ছাত্র-ছাত্রী কর্তৃক নিজ দায়িত্বে প্রতিষ্ঠানের নির্ধারিত ছানে ব্যবহারিক প্রশিক্ষন গ্রহন
করতে হবে। পাশ পর কর্তৃপক্ষ চাকুরীর ব্যবস্থা করতে বাধ্য নহে। সকল সরকারি ও বেসরকারি মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল
(৫/7)ও অব হেলথ টেকনোলজী (প্) তে এক যোগে ক্লাশ শুরু হবে। ক্লাশ শুরুর তারিখ পরবর্তীতে জানানো হবে।
অধ্যাপক ডাঃ একেএম হাবিব
পরিচালক, (চিকিৎসা শিক্ষা)
স্বা্থয-শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা ।
.. 81811: 1760109150031302870911.001],
৮৮ ) অপু