নাবালিকার নাক ফুল খোঁজা

190
8609
নাবালিকার নাক ফুল খোঁজা
নাবালিকার নাক ফুল খোঁজা

নাবালিকার নাক ফুল খোঁজাঃ-

মো. সরওয়ারে জাহান, সহযোগী অধ্যাপক, ইতিহাস, রংপুর সরকারি কলেজ, রংপুর।

ছোট মেয়ের নাক ফুল কলসের মধ্যে পড়ে গেছে।মা বলছেন হাত ঢুকিয়ে তুলে নাও।সে হাত ঢুকিয়ে বলছে মা কলসের তলা নাই।আসলে কলসের তলাতো ঠিকই আছে।আর নাক ফুলও ঐ কলসের মধ্যেই আছে।আসল ব্যাপারতো হল তার হাত ছোট।অনুরূপভাবে সুখ শান্তি সফলতা ইজ্জত সম্মান সুখ্যাতি ইসলামের মধ্যেই আছে। আমি পাচ্ছি না কেন? আল্লাহ্ প্রদত্ত পদ্ধতিতে ইসলাম না মেনে আমি আমার মনগড়া পদ্ধতিতে মানছি ফলে যা হবার তাই হচ্ছে। আর একটা উদাহরণ- এক ব্যক্তির বাড়ি ১নংগলিতে।সন্ধ্যার পর তার স্ত্রী বাসায় এসে দেখে তার গলায় মালা নাই ।সে স্বামীকে বলল মূল রাস্তা থেকে ১নংগলিতে ঢোকার সময় তার গলায় মালা ছিল।ততক্ষণাৎ স্বামী মালা খুঁজতে বের হল।১নংগলিটা বেশ অন্ধকার তাই সে আলো ঝলমল ২নংগলিতে হন্যে হয়ে মালা খুঁজছে। এটা দেখে একজন ঐ ব্যক্তিকে বলছেন ভাই কি খোঁজ করছেন? সে বলল আমার স্ত্রীর সোনার মালা হারিয়ে গেছে তাই খুঁজছি।অপরজন বললেন আপনার বাড়িতো ১নং গলিতে ।সে বলে ঠিক আছে কিন্তু ঐ ১নং গলিটা অন্ধকারতো আর ২নংগলিটা বেশ আলো ঝলমল চকচকে এজন্য এখানে খুঁজছি।সে কস্মিনকালেও মালা পাবে না।মালা পেতে হলে যত কষ্টই হোক তাকে ঐ ১নং গলিতেই খুঁজতে হবে।তদ্রূপ আল্লাহ শান্তি রেখেছেনই ইসলামের মধ্যে।অতএব শান্তি যদি আমি পেতে চাই তাহলে আমাকে পরিপূর্ণ ইসলামে দাখিল হতেই হবে । আংশিক ইসলামের সাথে আল্লাহর ওয়াদা নাই।ইসলামের পথ যতই অমসৃণ ও বন্ধুর হোক না কেন আমি আবারও বলছি শান্তি যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে ঐ ১নংপথ অর্থাৎ ইসলামের পথেই শান্তিকে খুঁজতে হবে, আলো ঝলমল ,বিকল্প বা শর্ট কার্ট কোন ২নং রাস্তায় খুঁজলে হবে না ।আল্লাহ বলেন ” আমার দ্বীনের জন্য যদি কেউ কষ্ট করে আমি তার জন্য হেদায়েতের রাস্তা সমূহ খুলে দিব”।” কেউ আমার দিকে একহাত অগ্রসর হলে আমি তার দিকে দুই হাত অগ্রসর হই “।”কেউ আমার দিকে হেঁটে আসলে আমার রহমত তার দিকে দৌড়ায়ে যায়”।এই শর্তগুলো থেকে বুঝা যায় বান্দাকে অর্থাৎ আমাকে আগে অগ্রসর হতে হবে ।সুতরাং প্রকৃত দ্বীন আমার জিন্দেগিতে আনতে হলে আমাকে দ্বীনের জন্য কষ্ট করতে হবে।আমার শারীরিক , মানসিক ও আর্থিক শক্তিকে দ্বীন অর্জনের জন্য ব্যয় করতে হবে । আমাকে মনে রাখতে হবে যে দ্বীন এমনই এমনই জিন্দগিতে আসবে না।আমাকে দ্বীনদার বানাতেই হবে আল্লাহ ঠেকাই পড়ে গেছেন এমনও না।আল্লাহ আমাদের আর্থিক শারীরিক ও মানসিক যোগ্যতাকে তাঁর মর্জি মোতাবেক ব্যবহার করার তৌফিক দান করুন। আল্লাহ আমার ভুল ত্রুটি মাফ করুন।আমাদের সবাইকে দ্বীনের সহীহ বুঝ দান করুন।

190 COMMENTS