Govt MATS and Govt IHT এর সংখ্যা

0
876

IHT এর পূর্ণরূপ হলো Institute of Health Technology.

বর্তমানে সারা বাংলাদেশে মোট দিয়ে ১৬ টি সরকারি ihtআছে।
ঢাকা,রাজশাহী, বগুড়া, বরিশাল, ঝিনাইদহ,, চট্টগ্রাম, সিলেট, সাতক্ষাীরা, জামালপুর, সিরাজগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, রংপুর, জয়পুরহাট, মাদারীপুর,কাশিয়ানি গোপালগঞ্জ
IHT এর ডিপ্লোমাতে মোট ৯ টি ডিপার্টমেন্ট চালু আছে।

১.ফিজিওথেরাপি
( বাত ব্যথা এবং স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস রোগীদের ফিজিওথেরাপি দেওয়া।আঘাত জনিত কারনে মাংস পেশি দূর্বলতা এবং পোস্ট অপারেটিবসহ অনান্য পুর্নবাসনে ও ফিজিওথেরাপি অত্যান্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।)

২.ল্যাব মেডিসিন
(শারীরিক অসুস্থতা শরীরে সকল ধরনের রক্তের পরীক্ষা করা হয়। )

৩.রেডিওলোজী
(সিটি স্ক্যান, এম আর আই, এক্স-রে সহ আরও রেডিয়েশনের কাজ।)

৪. ফার্মেসী
(ওষুধের মান গুণ, এবং রোগীকে ওষুধ প্রদানের সঠিক দিকর্নিদেশনা দেওয়া।)

৫. ডেন্টাল
(দাতের সকল ধরনের চিকিৎসা দেওয়া।)

৬.রেডিওথেরাপি
(ক্যান্সারের রোগীদের থেরাপি দেওয়া।যেমন কেমোথেরাপি।)

৭. ওটিএ
(অপারেশন থিয়েটারে এ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা।)

৮.আইসিএ

৯.এসআইটি
(পরিবার পরিকল্পনার চাকুরীজীবিদের জন্য)

সরকারি ম্যাটস এর তালিকা

Medical Assistant Training School ( MATS )
০৯ টি
বাগেরহাট MATS
কুষ্টিয়া MATS
নোয়াখালী MATS
সিরাজগঞ্জ MATS
টাঙ্গাইল MATS
কুমিল্লা MATS
ফরিদপুর MATS
ঝিনাইদহ MATS
সাতক্ষীরা MATS