সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে নিয়োগ পেতে হলে আপনাকে যে জিনিসগুলো জানতে হবেঃ

0
475

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে নিয়োগ পেতে হলে আপনাকে যে জিনিসগুলো জানতে হবেঃ

১.প্রথমেই বলে নেই এই লোভনীয় চাকুরিটি আপনার নিজের করে নিতে পারবেন শুধুমাত্র MCQ টাইপ এর ২ ঘন্টার ২০০ মার্ক এর লিখিত পরীক্ষা ও ৫০ মার্কের ভাইভার মাধ্যমে।তাই MCQ পরীক্ষা ভালো করে দিতে পারলেই চাকুরিটি আপনার ইনশাআল্লাহ।

২.২০০ মার্ক এর মান বন্টন ( সর্বশেষ সিলেবাস অনুযায়ী)
বাংলা = ৫০
ইংরেজি = ৫০
বাংলাদেশ ও আন্তর্জাতিক = ৪০
গণিত ও মানসিক দক্ষতা = ৬০
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ভাইভা = ৫০.

৩.প্রশ্ন বিশ্লেষণ করলে দেখয়া যায় যে বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিকে ম্যাক্সিমাম প্রশ্নই বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন থেকে রিপিট হয়ে থাকে।তাই প্রিভিয়াস ইয়ারের বিসিএস সহ সব পরীক্ষার প্রশ্ন ভালো করে আয়ত্ত করতে হবে প্রথমেই।

৪.গণিত ও মানসিক দক্ষতাতে আপনাকে একটু আলাদা করে নজর বাড়াতে হবে এবং বেসিক ক্লিয়ার করতে হবে।তাহলে আপনি অন্যান্য অনেকের থেকে এগিয়ে যাবেন আশা করি।

৫.পড়ার পাশাপাশি আপনাকে মডেলটেস্ট ও দিতে হবে।তাতে করে আপনার পড়া কতটুকু হচ্ছে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন।তাই এর কোন বিকল্প নেই।

ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত পড়াশোনা আর পরীক্ষার মধ্যে থাকলে চাকুরিটি পেতে আপনার বেশি বেগ পেতে হবে না।
কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে তার বিশ্লেষণ ইনশাআল্লাহ দেয়ার চেষ্টা করবো।

মাহি দাদু
-( টিম মধু’দা)