সরকারি (আইএইচটি/ম্যাটস্‌) IHT/MATS ভর্তি হতে যা যা লাগবে

0
8151
IHT MATS Applicant Login - Directorate General of Medical Education
IHT MATS Applicant Login - Directorate General of Medical Education

ভর্তি হতে যা যা লাগবে

সরকারি (আইএইচটি/ম্যাটস্‌) IHT/MATS ভর্তি হতে যা যা লাগবে

রেজাল্ট অলরেডি সবাই পেয়েছেন। যার যে কলেজ এবং যে ডিপার্টমেন্টে চান্স হয়েছে তাকে সেটাতেই ভর্তি হতে হবে৷ ডিপার্টমেন্ট এবং কলেজ ট্রান্সফারের কোন সিস্টেম নাই।
ভর্তি ফিঃ
  • IHT তে ভর্তি ফি ১৬ হাজার টাকা।
  • ম্যাটসে ভর্তি ফি ১২০০০-১৭০০০ টাকা।

 

কে কিসের জনক তা নিচে দেওয়া হলো

ইতিহাসের এই দিনে ২৫শে জানুয়ারী

এই মেয়েটাকে চিনে রাখুন

জয়কলির বই থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিম্নে দেওয়া হলো

বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ নিয়ন্ত্রিত ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজী কোর্সের জানুয়ারি ২০২১ ইং সালের লিখিত পরীক্ষা ২৯.০১.২০২২ইং তারিখ হতে অনুষ্ঠিতব্য সময়সূচিঃ

 

 

পুরো টাকাটা অগ্রণী ব্যাংকের মাধ্যামে পরিশোধ করতে হবে। কলেজ কেউ কোন নগদ অর্থ প্রদান করবেন না।
উপরোক্ত কাগজ পত্র সাথে নিয়ে আগামী ০৮-২৬ এ আগস্টের মধ্যে অফিস চলাকালীন সময়ে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে। ২৬ আগস্টের মধ্যে ভর্তি না হলে ভর্তি বাতিল হয়ে যাবে।
২৬ আগস্টের পর ৩ ধাপে অপেক্ষামান তালিকা প্রকাশ করে ভর্তির কার্যক্রম সম্পন্ন হবে।
সার্টিফিকেট জমাদানের পুর্বে অবশ্যই সার্টিফিকেট ফটোকপি করে সত্যায়িত করে রাখবেন তাহলে ভবিষ্যৎ এ প্রব্লেম হবেনা।
সার্টিফিকেট জমা দেওয়ার পর তা উঠানো অনেক ঝামেলা।
RCIT Solution এর পক্ষ থেকে উত্তীর্ণদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।