জয়কলির বই থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিম্নে দেওয়া হলো

0
3861
এসএসসি পাশের পর যারা সরকারি আইএইচটি/ম্যাটস এ ভর্তি হতে চান তাদের জন্য কিছু কথাঃ

জয়কলি’র বই থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিম্নে দেওয়া হলো:

১. ‘জয়ের জন্য যে উৎসব’ এক কথায় কী হবে?
উত্তরঃ জয়ন্তী।
২. ‘গণকবর’ শব্দে ‘গন’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ বহুবচন অর্থে।
৩. ‘জেন্দা’ একটি কী?
উত্তরঃ ভাষা।
৪. রাষ্ট্রভাষা আন্দোলনে প্রথম সাহিত্য সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’ কে সম্পাদনা করেন?
উত্তরঃ হাসান হাফিজুর রহমান।
৫. সফট ড্রিংকে কোনটি ব্যবহৃত হয়?
উত্তরঃ কার্বোনেট।
৬. ‘তালাশ’ উপন্যাসের রচয়িতা কে?
উত্তরঃ শাহীন আখতার।
৭. আন্তর্জাতিক শ্রম সংস্থা কত সালে গঠিত হয়?
উত্তরঃ ১৯১৯ সালে।
৮. বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটির নাম কী?
উত্তরঃ স্ট্র্যাটোমণ্ডল।
৯. ‘কনসার্ট ফর বাংলাদেশ’ কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ নিউইয়র্ক।
১০. ‘কোথায় থাকা হয়’ এটি কোন বাচ্যের উদাহরণ?
উত্তরঃ ভাববাচ্য।
১১. ‘শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়।’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ?
উত্তরঃ সমাপ্তি।
১২. ‘পথিক তুমি পথ হারাইয়াছ?’ কথাটি কার?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
১৩. ‘জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে’ এই কবিতাংশটুকুর কবি কে?
উত্তরঃ সুফিয়া কামাল।