কবিতা : মেঘের রাজ্য
লেখা : Orpi Ta Oyshor Jo
ওই যে দূর আকাশে,
মেঘেরা আজ যাচ্ছে ভেসে ।
মেঘ আকাশের  সাথে যাবো যেন মিশে,
মনে হয় মেঘের রাজ্য ঘেঁষে।।
মেঘ রাজ্য মেঘ বালিকাদের সাথে,
করবো খেলা  সারাবলা এখান হতে ওখানেতে।
বাঁধন হারা উন্মুক্ত আকাশের গায়ে নেচে নেচে,
উল্লাসেতে উঠবো সবাই মেতে।।
মেঘের রাজ্যে উড়বে মন,
দেখবে  মেঘেরা গা ঘেঁষে আছে কেমন।
আজ আকাশের বুকে ছড়িয়ে দিলেও ক্ষতি নেই!
মেঘ রাজ্যে প্রাণ ফিরে পাবে অনেকেই।।
মন্দ হবেনা যদি লুকিয়ে পড়া যায় মেঘের কোলে,
যেখানে একই আকাশে রবে মেঘের দোলে।
আরও না জানি কতো  স্বপ্ন দেখে আমার এ মন
মেঘের রাজ্যে ঘুরে বেড়াবো গা ঘেঁষে থাকবো সারাক্ষণ।।

https://hcialischeapc.com/ – purchasing cialis online
Muchas gracias. ?Como puedo iniciar sesion?
I’d like to thank you for the efforts you have put in writing this blog.
I really hope to see the same high-grade content from
you in the future as well. In truth, your creative writing abilities has inspired
me to get my own website now 😉