ইতিহাসের এই দিনে ২৫শে জানুয়ারী
১৪৯৪ – প্রথম ফার্দিনান্দের মৃত্যুর পর দ্বিতীয় আলফনসো নেপলসের
রাজ সিংহাসনে আরোহন করেন।
১৬৬২ -ব্রিটিশ সেনাবাহিনীর জাঞ্জিবারে স্থায়ী ঘাঁটি স্থাপন করে।
১৮০২ – ফ্রান্সের নেপোলিয়ন বোনাপার্ট ইতালির প্রেসিডেন্ট নিযুক্ত হন।
১৮৩১– পোল্যান্ডের স্বাধীনতা ঘোষণা করা হয়।
১৮৯০ -নেলি ব্লে তার বিশ্বভ্রমণ শেষ করেন, সময় লেগেছিল ৭২ দিন।
১৮৯৯ -প্রথম রেডিও প্রস্তুতকারী কোম্পানি চালু হয়।
১৯১৫ – আলেকজান্ডার গ্রাহামবিল ইউএস ট্রান্সকন্টিনেন্টাল টেলিফোন
সার্ভিস উদ্বোধন করেন। নিউ ইয়র্ক থেকে কথা বলেন
সানফ্রান্সিসকোতে টমাস ওয়াস্টনের সঙ্গে।
সার্ভিস উদ্বোধন করেন। নিউ ইয়র্ক থেকে কথা বলেন
সানফ্রান্সিসকোতে টমাস ওয়াস্টনের সঙ্গে।
১৯১৭ – ২৫ মিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র ড্যানিশ ওয়েস্ট ইন্ডিজ ক্রয় করে।
১৯১৮ – ইউক্রেন স্বাধীনতা ঘোষণা করে বলশেভিক রুশিয়া থেকে
আলাদা হয়
আলাদা হয়
১৯১৯ – লিগ অব ন্যাশনস্-এর প্রতিষ্ঠা হয়।
১৯৪২ – থাইল্যান্ড জাপান একজোট হয়ে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে
যুদ্ধ ঘোষণা করে।
যুদ্ধ ঘোষণা করে।
১৯৫৫ – সোভিয়েত ইউনিয়ন জার্মানির সঙ্গে যুদ্ধ বন্ধ করে।
১৯৬৪ – পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ পুনরুজ্জীবিত হয়।
১৯৬৫ – ইন্দোনেশিয়া জাতিসংঘ ত্যাগ করে।
১৯৭৫ – চতুর্থ সংশোধনী পাস করে বাংলাদেশে সংসদীয় পদ্ধতির বদলে
রাষ্ট্রপতি পদ্ধতির সরকার (বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী
লীগ) কায়েম হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি
হিসেবে শপথ নেন।
রাষ্ট্রপতি পদ্ধতির সরকার (বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী
লীগ) কায়েম হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি
হিসেবে শপথ নেন।
১৯৭৯ – চট্টগ্রাম যুব বিদ্রোহের অন্যতম নায়ক অনন্ত সিংয়ের মৃত্যু ঘটে।