অপারেশন থিয়েটার এসিস্টেন্ট কোর্সে ভর্তির যোগ্যতা

0
867

মেডিকেল টেকনোলজিস্ট (ওটিএ) অর্থাৎ অপারেশন থিয়েটার এসিস্টেন্ট।

*এটি ২০২২-২৩ শিক্ষা বর্ষের নতুন কারিকুলাম অনুযায়ী ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্স।

*একজন মেডিকেল টেকনোলজিস্ট (ওটিএ) অর্থাৎ অপারেশন থিয়েটার এসিস্টেন্ট অপারেশন থিয়েটারে
চিকিৎসকদের সকল সহযোগীতা প্রদান করে থাকেন ৷

*মেডিকেল টেকনোলজিস্ট (ওটিএ) অর্থাৎ অপারেশন থিয়েটার এসিস্টেন্ট এর কাজঃ
# সার্জারিতে এ্যাসিস্ট করা।
# এনেস্থেশিয়াতে এ্যাসিস্ট করা।
# রোগীর প্রি-অপারেটিভ, পার-অপারেটিভ ও পোষ্ট-অপারেটিভ কেয়ার।
# সার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি জীবানুমুক্ত করা।
# অপারেশনের জন্য ট্রলি ও অপারেশন থিয়েটার প্রস্তুত করা।
# টেকনিক্যাল মেশিনারিজ পরিচালনা ও রক্ষনাবেক্ষন করা৷ যেমন: সি-আর্ম-মেশিন, এনেস্থেশিয়া মেশিন, ল্যাপারোস্কপি মেশিন, অপারেশনাল মাইক্রোস্কোপ সহ ইত্যাদি।

এছাড়াও একজন মেডিকেল টেকনোলজিস্ট (ওটিএ) অর্থাৎ অপারেশন থিয়েটার এসিস্টেন্ট অপারেশন থিয়েটারের সার্বিক দায়িত্ব পালন করে থাকেন৷

*ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ওটিএ) অর্থাৎ অপারেশন থিয়েটার এসিস্টেন্ট কোর্সে ভর্তির যোগ্যতাঃ
জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং নূন্যতম জিপিএ ২.৫০ পেতে হবে।

*ক্যারিয়ার: একজন মেডিকেল টেকনোলজিস্ট (ওটিএ) অর্থাৎ অপারেশন থিয়েটার এসিস্টেন্ট নিজ দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশ ও বিদেশে গড়ে তুলতে পারেন উন্নত ভবিষ্যত।