MATS_ভালো_নাকি_IHT_ভালো

0
4656
MATS_ভালো_নাকি_IHT_ভালো
MATS_ভালো_নাকি_IHT_ভালো??
➪ কমন একটা প্রশ্ন। ম্যাটস ভালো না আই এইচ টি ভালো। আসলে আমার মতে এটা কোনো প্রশ্নই না। কারন হচ্ছে ???? & ??? ২ টাই আলাদা আলাদা সাব্জেক্ট।
☞︎︎︎ তার মধ্যে আবার ??? এর মধ্যে অনেক গুলা বিভাগ আছে (প্যাথ, ল্যাব, ফার্মাসি ইত্যাদি)
আর ???? এর মধ্যে আর কোনো সাব্জেক্ট নাই এটা হচ্ছে মেডিক্যাল এসিস্ট্যান্ট।
☞︎︎︎ আপনি যদি ??? পড়েন তাইলে আপনি টেকনোলজিস্ট হবেন (প্যাথলজিস্ট, ফার্মাসিস্ট, বা ল্যাবে যারা কাজ করে তারা আর কি)
☞︎︎︎ আর ??? পড়া শেষ করে আপনি বি এস সি ও করতে পারবেন ওই সাব এর উপরে। বাট ???? এর পরে আর কোনো শিক্ষা নাই।
☞︎︎︎ আর ???? এ পড়লে আপনি এসিস্ট্যান্ট ডাক্তার হবেন। যাদের কাজ হচ্ছে রোগী দেখা বা প্রেস্ক্রিপশন লিখা ইত্যাদি।
[ তবে ম্যাটস পড়লে অনেকেই বলে ডাক্তার লিখা যায় না আবার অনেকেই বলে যায়। বাট BM&DC মাস্ট থাকতে হবে]
➪ so, বলতে গেলে ???? & ??? ২ টার একটাও খারাপ না। ২ টাই ভালো। যারা ডাক্তার হতে চায় তাদের জন্যে ম্যাটস আর যারা টেকনোলজিস্ট হতে চায় তাদের জন্যে আই এইচ টি ভালো।
?︎︎︎ মূলত, ২ টাই ভালো।
ধন্যবাদ ।