কবিতা : হবে সেদিন জয়

169
7342
Kobita
Kobita

কবিতা : হবে সেদিন জয়
লেখা : Orpita oyshorjo

আজ হারানোর কিছু নাই
তাই তো আজ ভয় নেই

যা ছিলো একে একে সব শেষ হয়ে গেলো ।
সবাই আজ অচেনা ভীষণ
চেনার আজ নেই কোন কারন

হারিয়ে যে গেছি আজ
সময়ের স্রোতে

আমি ছাড়া নেই কিছু
কেউ আর ডাকেনা পিঁছু
আমার আর নেই চাওয়া
সব যেন ভুলে যাওয়া
কেউ যদি চায় কিছু
চোখের জল দেই তারে
সবাই হয়তো আজ আমাকে পাগল ভাবে
তাতে আমার কি
হারিয়ে যাওয়ার ভয়ে
বসে আছি আনমনে
ছিল যত অর্জন
আজ ক্ষয়ে গেছে সব
লোকে তবু বলে কপাল টা আমার নাকি পুরছে
ঐ লোকগুলোর মুখে,কালি মেখে দিয়ে
করবো অসাধ্যও সাধন
হয়তো হবে সেদিন আমার জয়।

169 COMMENTS