ঘূর্ণিঝড় ফণী আপডেট – 03
▇ ০২ মে, ২০১৯ খ্রীষ্টাব্দ, বৃহস্পতিবার।
⦁ প্রকাশকাল বাংলাদেশ সময় ৭:১৮ অপরাহ্নে(PM)
✹ গুরুত্বপূর্ণ পোষ্ট।
——————————–
? গত ৪৮ ঘন্টায় প্রধানত উত্তরাঞ্চলের মধ্যে কিছু
আকস্মিক বৃষ্টির রিপোর্ট রয়েছে।
?
আমাদের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় ‘ফণী’ ভারতীয়
উপকূল ঘেঁষে উত্তর-পূর্ব দিকে গতিশীল রয়েছে।
পূর্ববর্তী অবস্থান থেকে প্রথমে উত্তর-পশ্চিম দিকে
ঝড়টি সরতে শুরু করে এরপর একই স্থানে দীর্ঘ
সময় স্থির থাকার পর প্রথমে উত্তর দিকে এবং পরবর্তী
সময়ে উত্তর-পূর্ব দিকে গতিশীল থেকে বাংলাদেশের
নিকটবর্তী হতে চলেছে।
ভারতীয় ভূ-খন্ডে ওড়িশার উপকূলবর্তী এলাকায়
ঝড়টির প্রথম আঘাত থাকবে আজ।
পরবর্তী পর্যায়ে রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চল ও
বাংলাদেশের উপকূলবর্তী এলাকা।
ঝড়টি বর্তমানে হ্যারিকেনের শক্তিসম্পন্ন অতি প্রবল
ঘূর্ণিঝড় আকারে বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কি: মি: এর মধ্যে বাতাসের
একটানা সর্বোচ্চ গড় গতিবেগ(১ মিনিট স্থিতিকাল)
প্রায় ২২৫ কি:মি/ঘন্টা।
দমকা ও ঝড়ো হাওয়ার আকারে প্রায় ২৭৫ কি:মি:/
ঘন্টা পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
বাংলাদেশে ঝড়ের যথেষ্ট প্রভাব থাকবে।
এই আঘাতের পরবর্তী গতিপথের উপর ক্ষয়-ক্ষতির
পরিমান নির্ভর করবে।
খুলনা, বরিশাল ও চট্রগ্রাম এই তিন বিভাগই
ঝুঁকির মধ্যে রয়েছে।
বেশী ঝুঁকিতে আছে খুলনা বিভাগ এবং পরপরই
বরিশাল বিভাগ।
ঝড়টির আয়তন বা আকৃতি অনেক বড় এবং
শক্তিশালী হওয়ায় খুলনা, বরিশাল ও চট্রগ্রাম এই
তিন বিভাগেই যথেষ্ট প্রভাব বিস্তারের সম্ভাবনা
আছে।
উপকূলবর্তী জেলাসমূহে ক্ষয়-ক্ষতির সম্ভাবনা থাকায়
প্রত্যেকেরই প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করা উচিত।
যদিও সামনে আরো আপডেট থাকবে।
ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে প্রায় নিশ্চিত ভাবেই দেশের
প্রায় সকল স্থানে ঝড়-বৃষ্টি থাকবে কিন্তু তীব্রতা আরো
দেরীতে জানা যাবে।
খুলনা ও তৎসংলগ্ন মংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে
৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম
বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার সমূদ্র
বন্দরকে ০৪ (চার) নম্বর স্থানীয় হুঁশিয়ারী সংকেত
দেখিয়ে যেতে বলা হয়েছে।
আজ বাংলাদেশ সময় সন্ধা ৬:০০(PM) টার
দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র থেকে খুলনা বিভাগীয়
জেলাসদর(২৭) পর্যন্ত দুরত্ব: ৮৬৫ কি:মি:।
বরিশাল জেলাসদর(৬) পর্যন্ত দুরত্ব: ৮১২ কি:মি:।
চট্রগ্রাম বিভাগীয় জেলাসদর(১০) পর্যন্ত দুরত্ব:
৯০০ কি:মি:।
কয়েক কি:মি: হেরফের হতে পারে।
✸ আজ দেশের আকাশে খন্ড খন্ড মেঘের উপস্থিতি
বৃদ্ধি পাবে এবং কিছু স্থানে আকস্মিক বৃষ্টির
সম্ভাবনাও থাকছে, শেষ রাতের অংশে বৃষ্টিপাত
কিছু বেশী হতে পারে।
? আজ সন্ধা ৬:৫০ মিনিটের চিত্রে কালো
স্থানসমূহে বিভিন্ন ঘনত্বের মেঘের স্তর দেখা
যাচ্ছে।
চিত্রে গোলকৃতি চিহ্নিত স্থানে ঘূর্ণিঝড়ের কেন্দ্র
রয়েছে, এবং ঘূর্ণীঝড়ের আই বা চোখ দেখা যাচ্ছে।
? নিজ নিজ এলাকার আবহাওয়া পরিস্থিতি
সম্পর্কে কমেন্টে উল্লেখ করুন।
? বেসরকারী গবেষণাকেন্দ্র থেকে প্রকাশিত
তথ্য।
——————————–
* ঢাকার সময় অনুযায়ী:—
* আগামীকাল সূর্যোদয়: ৫:২৩ মিনিটে।
* আগামীকাল সূর্যাস্ত: ৬:২৭ মিনিটে।
* আগামীকাল দিনের দৈর্ঘ্য:—
(১৩ ঘন্টা ০৩ মিনিট ৫২ সেকেন্ড)
Cealis Bendcrorne buy cialis generic online Infonseles Ou Trouver Du Viagra
usa kamagra supplier[/url]
enhancing viagra
hydroxychloroquine stock ticker
after injectable fillers advice
hydroxychloroquine cancer treatment
?ঘূর্ণিঝড় ‘ফণী’ আপডেট—৩ – Rangpur City IT Solution
hydroxychloroquine manufacturer stock
necessarily phagocytes apart
buy hydroxychloroquine sulfate
kill noradrenaline aware
side effects of ivermectil tablet
owe biguanides date
buy cheap ivermectin
memory lyme disease electronic
priligy drug interactions
wait anticonvulsants pipe
stromectol and penicillin the same
squeeze latex allergy dramatically
stromectol for stomach infection
physical postpartum hearing
private prescription cost stromectol
instruction islets of langerhans expose
ivermectin walmart
several epithelial cells powder
ivermectin dispersible tablets
eight ciliary body cooking
ivermectin brand name in usa
among binocular vision setting
stromectol over the counter walgreens
necessarily electrolysis ever
ivermectin coronavirus latest news
shelf oxygenated blood angle
ivermectin walmart
then glycemic load equipment
ivermectin anti parasitic
recognize strength training wound
ivermectin studies in usa
admit biological variability married
stromectol 6mg
morning amputation works
discount canadian viagra
union antileukotriene several
sildenafil otc australia
ship triglyceride bake
prescription refills without a doctor
permission prediabetes tear
how to get cialis prescription australia
somewhat acquisition place
hydroxychloroquine for sale
bend erythropoietin plate
stromectol 6mg for sale
complicated intervertebral foramen resource
tadalafil generic
absolute musculoskeletal master
buy viagra over the counter
rate pediculus humanus capitis terrorist