SSC পরীক্ষা কবে হবে

30
30986
SSC পরীক্ষা কবে হবে
SSC পরীক্ষা কবে হবে

SSC পরীক্ষা ২০২১ কবে হবে

এইচএসসি/এসএসসির বিকল্প হিসেবে প্রধানমন্ত্রীর কাছে তিনটি প্রস্তাব পাঠানো হয়েছে!
১ঃ একটি হচ্ছে রচনামূলক কিংবা সৃজনশীল অংশ বাদ দিয়ে কেবলমাত্র এমসিকিউ পদ্ধতির পরীক্ষা নেয়া।
২ঃ হলো দুইটি বিষয় একীভূত করে একটি বিষয় করা। এক্ষেত্রে ২০০ নম্বরের বিষয়গুলো ১০০ নম্বরে পরীক্ষা নেয়ার প্রস্তাব করা হয়েছে।
৩ঃ পরীক্ষা ছাড়া মূল্যায়ন।
প্রধানমন্ত্রী যে প্রস্তাব অনুমোদন দেবেন সেটি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিবেন।

30 COMMENTS