সরকারিভাবে আইএইচটি তে মোট আসন সংখ্যা

0
1598

★আইএইচটিঃ IHT: (IHTএর পূর্ণরূপ হলো -Institute of Health Technology).

সরকারিভাবে আইএইচটি তে মোট আসন সংখ্যা ২৭৯১ টি। যথাঃ ঢাকা আইএইচটিতে ৩২৭ টি ,
রাজশাহী আইএইচটিতে ২৭৭ টি ,
বগুড়া আইএইচটি তে ৩০৭ টি ,
চট্টগ্রাম আইএইচটিতে ২৭৭ টি ,
বরিশাল আইএইচটিতে ২৭৭ টি ,
রংপুর আইএইচটিতে ২৭৭ টি ,
ঝিনাইদহ আইএইচটিতে ২৭৭ টি,
সিলেট আইএইচটিতে ২৫৭ টি,
সিরাজগঞ্জ আইএইচটিতে ১০৩ টি,
সাতক্ষীরা আইএইচটিতে ১০৩ টি,
জামালপুর আইএইচটিতে ২০০ টি,
গোপালগঞ্জ আইএইচটিতে ১০৩ টি এবং
গাজীপুর আইএইচটিতে ১০৩ টি আসন রয়েছে।

★ আই এইচ টি তে অন্তর্ভুক্ত অনুষদ গুলো হলো:-ফার্মেসি, ল্যাবরেটরি, রেডিওলজি এন্ড ইমেজিং,ডেন্টাল, ফিজিওথেরাপি, রেডিওথেরাপি, ওটিএ এবং আইসিএ।

★ ভর্তির যোগ্যতা : যে কোন শিক্ষাবোর্ড থেকে এস এস সি বা দাখিল অথবা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান সহ ন্যূনতম জি পি এ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। ২০১৮,১৯ ও ২০,২১,২২ ইং সালের পাশকৃত ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারবে।

★ ভর্তি পরীক্ষার মানবন্টন: লিখিত পরীক্ষা হবে ১০০ নম্বরের এবং রেজাল্টের উপর ১০০ নম্বর থাকবে।

ssc এর সিলেবাস অনূযায়ী
বাংলা=১৫,
ইংরেজী=১৫,
গনিত=১৫,
পদার্থ=১৫,
রসায়ন=১৫,
জীববিজ্ঞান=১৫,
সাধারন জ্ঞান=১০, মোট=১০০
এসএসসি রেজাল্ট এর সাথে ২০ গুন করে (২০×৫)=১০০, সময়ঃ ১ ঘন্টা।


-লক্ষ যদি হয় আপনার মানব স্বাস্থ্য সেবা তাহলে আপনি IHT তে পড়ে মানব সেবার জন্য বেড়িয়ে যেতে পারেন।
IHT=Institute of Health Technology.
বাংলাদেশে সরকারি IHT সমূহ:-
*Dhaka IHT.
*Rajshahi IHT.
*Bogra IHT.
*Chattogram IHT.
*Barishal IHT.
*Rangpur IHT.
*Jhenaidah IHT.
*Sylhet IHT.
*Jamalpur IHT.
*Satkhira IHT.
*Jhenaidah IHT
*Gazipur IHT
*Gopalganj IHT

IHT এর সাবজেক্ট সমূহ:

১.ল্যাবরেটরি=রক্ত পরীক্ষা, প্রসাব পরীক্ষা, কফ পরীক্ষা সহ যাবতীয় পরীক্ষা এই সাবজেক্টের অন্তর্ভূক্ত।

২.রেডিওগ্রাফি=এক্সরে, এম আর আই, সিটি স্ক্যান ইত্যাদি করা।

৩.ফিজিওথেরাপী=বাত ব্যাথা, প্যারালাইসিস, স্ট্রোকের রোগী কে চিকিৎসা দেওয়া।

৪.রেডিওথেরাপী= ক্যান্সারের রোগীকে থেরাপী দেওয়া।
৫.ডেন্টিষ্ট্রি=দাতের চিকিৎসা।
৬.ফামের্সী=ঔষধ এর কাজ।
৭.ওটিএ
৮.আই সি ইউ
৯আই সি এ
IHT তে পড়ে আপনি একজন মেডিকেল টেকনোলোজিস্ট হতে পারবেন।
IHT এর কোর্স ৪ বছরের ডিপ্লোমা কোর্স বর্তমানে। ডিপ্লোমা শেষে BSc করতে পারবেন ল্যাবরেটরি,রেডিওলোজী এন্ড ইমেজিং এবং ফিজিওথেরাপি প্রাইভেটে ডেন্টালে পারা যাবে।